ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দক্ষিণ কেরানীগঞ্জের ছুরিকাঘাতে রিকশা চালক নিহত, আটক -২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 10, 2023 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে খেজুরবাগ এলাকায় রিকশাচালক কে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে । নিহত যুবকের নাম আফজাল (২৩)। নিহত আফজাল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি এলাকার মনিরুজ্জামান এর ছেলে। আফজাল আমিন পাড়া দরবার রোডে বিপুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।আফজাল এক কন্যা সন্তানের জনক।

বুধবার সকাল সাতটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫.৩০ টায় তার মৃত্যু কোলে ঢলে পরেন পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা পুলিশকে জানান আফজালের পরিবার। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসী জানার পর তাৎখনিক ব্যবস্থা গ্রহন করেন। ঘটনায় জড়িত একজন কে আটক করেছেন। তার নাম আল আমিন (৩২),। ইকুরিয়া ফাড়ির এস আই জাকির হোসেন জানান, নিহত আফজাল ও আল আমিন আগে একই জায়গায় ভাড়া ছিল। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামী নিজে হত্যার ঘটনার জানিয়েছেন ।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় নিহত আফজাল এর পিতা বাদী হয়ে তিন জনকে আসামী করে মামলা করেছে। আসামীরা হলেন : ১.আল আমিন(৩২), তার স্ত্রী, ২সীমা আক্তার (২৫) ও শালি রোকসনা বেগম (২০)আসামী করা হয়েছে।

নিহত রিকশা চালকের পিতা মনিরুজ্জামান জানান আমার ছেলেকে হত্যার পরিকল্পনা মাফিক আসামী আল আমিনের শালি রোকসনা দিয়ে ডেকে নিয়ে যায়। আর সকাল থেকে আল আমিন আমার বাসার চারদিকে ঘোরাঘুরি করছিল পূর্বে তাদের সাথে কলহছিল কিনা তিনি জানে না।
আফজালের চাচা রাসেল মিয়া জানান,খেজুরবাগ এলাকায় এত পরিমান মাদক বিক্রি চলে মানুষের সামনে মাদকনিয়ে তাদের কলহ আছেই। কেউ ভয়ে কিছু বলে না।

নিহত আফজালের খালা লাকি বেগম জানান, আফজালের মা ছোটবেলায় মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলে ছোট থেকে তিনি আফজালকে লালন পালন করেছেন। আফজাল বর্তমানে পরিবার নিয়ে তার সাথেই থাকে। আজ সকালে সাতটায় একটি ফোন পেয়ে আফজাল বাসা থেকে বেরিয়ে যায়। এরপর লোক মারফত খবর পাই আফজালকে কারা যেন ছুরিকাঘাত করেছে,আশেপাশের লোকজন তাকে নিয়ে হাসপাতালে গেছে। পরবর্তীতে আমরা হাসপাতালে ছুটে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসী শাহজামান জানান, ঘটনাটি আমরা জানতে পেরে। তাৎখনিক নিহতের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে আমিসহ আমার ফোর্স গিয়ে ঘটনার সাথে জড়িত আল আমিন ও তার স্ত্রী সীমা আক্তার আটক করেছি।

তিনি আরো জানান নিহত আফজাল এর সাথে পূর্বে আসামী আল আমিনের কলহছিল আসামীর শরীরে অনেক জায়গায় ছুরিকাঘাতের স্টেপের যখম রয়েছে। এ কারনে আসামী এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারনা। এ ঘটনায় নিহতের বাবা তিন জনকে আসামী মামলা করেছে। আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।