ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাতারে টি-২০ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন টাইটানস ও রানারআপ রাইজিং স্টার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 14, 2023 - 7:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

এম এ সালাম, কাতার প্রতিনিধিঃ বাংলাদেশ কমিউনিটি কাতার (BCQ) এর সহায়তায় বাংলাদেশ ক্রিকেট ফ্রেটারনিটি – কাতার (BCF-Q) গত ১৪ই জুলাই গ্রিন গ্রাম, চট্টগ্রাম সুপার কিং, সুন্দরবন টাইগার্স, চিটাগাং রাইজিং স্টার এবং টাইটানস কাতারে এই ৫ টি ঘরোয়া ক্রিকেট ক্লাব নিয়ে ক্লাব টি-২০ কাপ ২০২৩ (হার্ড বল) আয়োজন করে।

ইতিমধ্যে প্রত্যেক দল সিংগেল লীগ রাউন্ড রবিন প্রক্রিয়ায় প্রত্যেক দলের সাথে একটি করে ম্যাচ খেলে গ্রুপ স্টেজ সম্পন্ন করে চিটাগাং রাইজিং স্টার এবং টাইটানস ফাইনালে কোয়ালিফাই করে। উক্ত ফাইনালটি ১২ই আগস্ট ২০২৩ শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এম.আই.সি. ক্রিকেট গ্রাউন্ড, মিসাইদ এ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে চিটাগং রাইজিং স্টারকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইটানস।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চিটাগং রাইজিং স্টার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাওয়াজ ৩৯ রান। টাইটানসের বোলার সাইফ খন্দকার ৪ ওভারে ২১ রান দিয়ে ২ টি উইকেট ও সুমন আহমেদ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ টি উইকেট নেন।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে (১০.৩ বলে) ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইটানস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৬৭ রান করে ম্যান অবদা ফাইনাল নির্বাচিত হন কবির মিয়া দুলন এং ২৭ বলে ৫১ রান করেন মাহবুবুর রহমান।

টুর্নামেন্টে ১৯০ রান করে ম্যান অবদা সিরিজ নির্বাচিত হন মাহবুবুর রহমান।

ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন বাংলাদেশ কমিউনিটি BCQ এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটি BCQ এর সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক হেড অব স্কুল ক্রিকেট ভয়েস ক্রিকেট এসোসিয়েশন কাতার আমিনুল ইসলাম।

টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেন, ইন্টারন্যাশন আম্পায়ার কাতার মোঃ নাসিম, আম্পায়ার কিউসিএ ওয়াজির খান। স্কোরার মোঃ ইয়াসিন।

আয়োজক কমিটির পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল ইসলাম। যথাক্রমে আবু রায়হান, নুর মোহাম্মদ, আমিন রসুল সাইফুল, মোঃ শাহ আলম। চট্টগ্রাম সুপার কিংঃ ফরহাদ উদ্দিন, মোঃ সালাউদ্দিন। গ্রীন গ্রাম ক্রিকেট ক্লাবঃ মোঃ ইয়াসিন, মোঃ আব্দুল বাসার। সুন্দরবন টাইগার্সঃ মাহদি বিল্লাহ, আহমেদ ইয়াসির তকি। চিটাগাং রাইসিং স্টারঃ সাইফুল ইসলাম, মোঃ সজীব।