ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আসাদ নুর এর ফাঁসির দাবিতে নছিরগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

কুলাউড়া প্রতিনিধি::কুলাউড়া উপজেলার শরীফপুর-হাজীপুরের নছিরগঞ্জ বাজারে তাওহীদি জনতার উদ্যোগে ব্লগার আসাদ নুর এর ফাঁসির দাবিতে গতকাল ১৪ আগস্ট সোমবার সন্ধ্যায় নছিরগঞ্জ মাদরাসা মাঠে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাহমুদুল হাসান সুমন এর সঞ্চালনায়
নছিরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মাওলানা ফখরুল ইসলাম তিনি বলেন আমার প্রাণের চেয়েও বেশি আমাদের মহানবী (সাঃ)কে ভালোবাসি। তথাকথিত নাস্তিক আসাদ নুর মহানবী (সাঃ)কে নিয়ে যে অশালীন ও কটুক্তিপূর্ণ মন্তব্য করেছে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। তিনি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবী জানান মহানবী (সাঃ) এর কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনা হোক।

নছিরগঞ্জ মাদরাসা মাঠ থেকে শুরু করে নছিরগঞ্জ বাজারের চতুর্দিক দিয়ে বিভিন্ন শ্লোগানে মিছিল শেষে এসব কথা বলেন মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা মখলিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন দাউদপুর মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ, মুফতি কামরুল ইসলাম, ক্বারী রশিদ আহমদ, তারবিয়াতুল উম্মাহ শমসেরনগর মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা মোজাম্মিল হক জালালী, মাওলানা আলাউদ্দিন আহমাদ আব্দুল্লাহ, মাওলানা আযাদ বিন রফিক, মোঃ আক্কাছ আলী সহ ধর্মপ্রাণ মুসল্লী।

পরিশেষে নছিরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা মখলিছুর রহমান এর শেষ বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।