ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবসরের যাওয়ার সিদ্ধান্তে আমিরকে পস্তাতে হবে – ইনজামাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 3:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

খেলাধুলা : পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছেন না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

ফিটনেস থাকতেও আমিরের এই আচমকা অবসরের সিদ্ধান্তে হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। রাখাঢাক থেকে এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আমিরকে পস্তাতে হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন মুলতানের এই সুলতান।

আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার নিজের ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়ায় ইনজামাম বলেন, ’আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে।  এ মুহূর্ত ওর কাছের মানুষরা ওকে বোঝাতে পারে।  তাদের উচিত আমিরকে এ কথা বলা যে, এমন আবেগের জায়গায় থেকে হুট করে সিদ্ধান্ত নিলে তা ভুল ছাড়া আর কিছুই হয় না।  বেশিরভাগ সময়ই পরে আক্ষেপ করতে হয়। ’

এরপর আমিরকে পরামর্শ দেন ইনজামাম।  ‘যদি টিম ম্যানেজমেন্ট বা ওয়াকার ইউনিসকে নিয়ে ওর অস্বস্তি থাকে, ওর উচিত ছিল মিসবাহর সঙ্গে কথা বলা। মিসবাহ সাড়া না দিলে পিসিবির সঙ্গে কথা বলতে পারত।’

সবশেষে আমিরের এখনই অবসর চাচ্ছেন না ১৯৯২ সালের বিশ্বকাপে চমক দেখানো এই ক্রিকেটার।

তিনি বলেন, আমিরের যে ধরনের সামর্থ্য আছে, ওর উচিত ছিল ফিরে আসার লড়াইয়ে নিজের ওপর আস্থা রাখা।  পাকিস্তানকে আরও অনেক বছর সেবা দেয়ার সুযোগ রয়েছে তার।

তথ্যসূত্র: স্পোটর্সকীডা