মুন্ডুমালায় ৬ নম্বর ওয়ার্ডে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকপাড়া গ্রামের মোড় হতে দারুসালাম মাদরাসা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়।
এসময় অত্র এলাকার বেশ কিছু বয়স্ক ব্যক্তি ও মাদরাসার এতিম শিশুদের সঙ্গে নিয়ে নির্মাণ কাজের উদ্ধোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, পৌর প্রকৌশলী নাজমুল হাসান ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরবর্গ।
মেয়র সাইদুর রহমান জানান, ইটের ছলিং রাস্তা টিকসই হচ্ছে না। তাই পৌর এলাকায় সকল রাস্তাকে আরসিসি রাস্তার আওতাই আনতে ইতি মধ্যে কাজ শুরু হয়েছে। পৌর এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে।