গোদাগাড়ীতে অস্ত্র ও হোরোইনসহ দুই জন আটক
রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে ১টি লোহার তৈরী দেশীয় অবৈধ ওয়ান শুটার গান ও ১ কেজি হোরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) দেড়টার সময় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজারস্থ পুরাতন জামে মসজিদ এর গেটের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর পার্শ্বে হতে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচর এলাকার রকিবুর রহমানের ছেলে। ইসমাইল একই থানার ভগবন্তপুরের আনারুল হকের ছেলে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার সময় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ীর মাটিকাটা আদর্শ কলেজ এবং এর সন্নিহিত এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই আভিযানিক দল জানতে পারে দেড়টার সময় গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হাই তার টিম নিয়ে মহিষালবাড়ী পুরাতন জামে মসজিদের গেটের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেয়ে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তারা উভয়েই রাজশাহীর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামালের হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথনে বাদামি রঙয়ের এক কেজি হোরেইন উদ্ধার করা হয়। এ ছাড়া একই অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের অংশে কোমরে গোঁজানো অবস্থায় একটি দেশিয় সক্রিয় ও অবৈধ ওয়ানশুটার গান আগ্নোয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৫৭।