দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬আগস্ট) বিকালে দাপুনিয়া ইউনিয়নের
দাপুনিয়া ডিকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাপার সদস্য সচিব জননেতা আব্দুল আওয়াল সেলিম।
দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সূরুজ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলা সাইফুল ইসলাম খোকা ও দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল হোসেন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল। এসময় বক্তারা কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদ্রাসা,গোষ্ঠা দাখিল মাদ্রাসা,দাপুনিয়া কাউয়ালটি স্কুল এন্ড কলেজ ভবনসহ বেগম রওশন এরশাদের নেতৃত্বে দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন নেতৃবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক নূর মোহাাম্মদ নূরু,মোঃ লাল মিয়া লাল্টু, সাব্বির হোসেন বিল্লাল,জাপা নেতা আব্দুল লতিফ সরকার, তোফাজ্জল হোসেন (দারোগা তোফাজ্জল), ডাক্তার হাবিবুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।