ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাঠালিয়ায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের স্মরনে আ’লীগের স্মরণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 26, 2023 - 3:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 391 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ এক স্মরণ সভার আয়োজন করা হয়।

আজ শনিবার উপজেলা পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র আলহাজ আমির হোসেন আমু এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ীমী লীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনির। আওয়ীমী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফারুকী,কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ মনির খান, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, আমুয়া ইউনিয়ন আওয়াগীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কামরুল প্রমূখ।

সভায় আরো উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ এটিএম মাইদুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম সিকদার, কাঠালিয়া সদর ওয়ার্ডের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার প্রমূখ।

অনুষ্ঠানে  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। পরে উপস্থিত লোকজনদের মাঝে খাবার বিতরণ করা হয়।