ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর তানোরেএ বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 26, 2023 - 5:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ…রাজশাহীর তানোরে বিদ্যুতের পোলে উঠে সংযোগের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মোড়ের পল্লী বিদ্যুতের পোলে।

এমন অমানবিক ঘটনাটি ঘটেছে,(২৬আগস্ট) শনিবার বিকেল ৩ টার দিকে। জানা গেছে, নিহত আমিনুল ইসলাম চিমনা গ্রামের মোড়ে পল্লী বিদ্যুৎ এর পোলে উঠে সংযোগ ম্যারামতের কাজ করছিলো। এসময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সহযোগীরা তাকে মৃত অবস্থায় পোল থেকে মাটিতে নামিয়ে আনেন।

নিহত আমিনুল ইসলাম (৩৮)। তিনি তালন্দ ইউপির ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছোট পুত্র। তবে, তিনি পল্লী বিদ্যুৎ এর স্টাফ নয়। তিনি পল্লী বিদ্যুৎ এর বিভিন্ন কাজ করে থাকেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।