ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহ সদরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 17, 2023 - 2:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

ষ্টাফ রিপোর্টারঃ সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে ময়মনসিংহের সদর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ‘বাংলাদেশে প্রথম বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ উপলক্ষে স্থানীয় সরকারের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ইউএনও বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। এ দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলার জন্য স্বাধীনতার পরপরই নবরূপে গঠন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, আইনকানুন ও বিধিবিধান।

উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আবু সাইদ,সহকারী কৃষি কর্মকর্তা সুহেল রানা শিশির। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদল,কৃষি কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন সচিব ও উদ্যোক্তাগণসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইউএনও এবং অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও অধিদপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলার ১২টি স্টল ঘুরে দেখেন।