নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজারের যোগদানের ২বছর :ঋনখেলাপি মুক্ত ব্যাংক
মোঃ নাসিম,স্টাফ রিপোর্টারঃফারুক হোসেন গত বছরের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজার হিসাবে যোগদান করেন।নাচোল সোনালি ব্যাংকের ম্যানেজারের ২বছর পূর্তিতে ব্যাংকের অন্যান্য অফিসাররা ফারুক হোসেন কে শুভেচ্ছা জানান।ফারুক হোসেন নাচোল সোনালি ব্যাংকে যোগদানের পর ব্যাংকের গ্রাহক সেবার মান শতভাগ বৃদ্ধি,নিরাপত্তা বৃদ্ধি ডিপোজিট লোন বৃদ্ধি এবং মুনাফা বৃদ্ধি সহ গ্রাহক হয়রানি বন্ধে শতভাগ সাফল্য অর্জন করেন। বিশেষ করে নাচোল সোনালি ব্যাংকে যোগদানের সময় ব্যাংকে ঋনখেলাপির তালিকা অনেক লম্বা ছিলো।
২০২২সালের ডিসেম্বর মাসে নাচোল সোনালি ব্যাংকের ঋনখেলাপির তালিকা শূন্য কোটায় নিয়ে এসে নাচোল সোনালি ব্যাংক কে ঋনখেলাপি মুক্ত করেন।
ফারুক হোসেন বলেন,নাচোল সোনালি ব্যাংকে যোগদানের পর আমি বিশেষ করে এই শাখাকে ঋনখেলাপি শূন্যকোটায় নিয়ে আসি।আমি শতভাগ গ্রাহক সেবার মান সুনিশ্চিত করেছি। আজ নাচোল সোনালি ব্যাংকে আমার যোগদানের ২বছর পূর্ণ হয়েছে।আপনারা আমার জন্য দোয়া করবেন ব্যাংকে যেন আমি গ্রাহকদের সর্বোচ্চ সেবা টুকু দিতে পারি।