ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে বর্ণাঢ্য র‍্যালি ও উন্নয়ন মেলা উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 17, 2023 - 2:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং তিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামাহ্ তমাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ইউপি চেয়ারম্যান এনামুল হক ও মানিক রতন প্রমুখ।

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি পালন করা হয়।

এদিকে ফুলবাড়ী পৌর সভার মেয়র মাহমুদ আলমের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় এসে শেষ হয়।
এ সময় উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ উপজেলার সামাজিক ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আয়োজিত উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।