ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত
এন্টুনি ডেভিড নীল, ঠাকুরগাঁও :সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব রামকৃষ্ণ বর্মণ উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার, ঠাকুরগাঁও।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার ঠাকুরগাঁও, জনাব সাদেক কুরাইশি, চেয়ারম্যান, জেলা পরিষদ, ঠাকুরগাঁও, জনাব বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর,ঠাকুরগাঁও, আঞ্জুমান আরা বন্যা, মেয়র, ঠাকুরগাঁও পৌরসভা, জনাব দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ,ঠাকুরগাঁও সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য ও মুক্তিযোদ্ধা গণ।
অতিথিরা সভায় স্থানীয় সরকার এর উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বেলায়েত হোসেন এই মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ গ্রহণ কারী ২২ টি ইউনিয়নের স্টল পরিদর্শন করেন।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।