ময়মনসিংহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার:প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সামাজিক অবক্ষয় রোধে লেখা-পড়ার পাশাপাশি ফুটবল খেলি এই শ্লোগানে সরকারী প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের জেলা পর্যায়ে ময়মনসিংহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে (২৪শে সেপ্টেম্বর) রবিবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের জেলা পর্যায়ের এই খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন লেখাপড়ার পাশা-পাশি শিক্ষার্থীদের খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। তাহলে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মাদকসহ নানা অফরাধমুক্ত জীবন গড়তে পারবে।। তিনি আরো বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলার মাধ্যমে জেলার সীমান্তবর্তী ধোবাউড়ার কলসিন্ধুরের মেয়েরা দেশে-বিদেশে ফুটবল খেলে ময়মনসিংহের খেলা-ধুলার অতীত গৌরব অক্ষুন্ন রেখেছে এবং বিশ্ব ব্যাপী মেয়েদের ফুটবল খেলায় বাংলাদেশের সুনাম অর্জন ও পরিচিত লাভ করেছে।
ফুটবলের হারানো গৌরব আবার ফিরিয়ে আনার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০১০ সালে ফুটবল খেলা চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আরো বলেন জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু করায় এক সময়কার জনপ্রিয় ফুটবল খেলা আবারো দেশের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল বক্তব্য রাখেন । এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সদর শিক্ষা অফিসার মনিকা পারভীন সহ সকল উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় জেলার ১৩টি উপজেলার ২৬টি দল অংশ গ্রহন করছেন।
উদ্বোধনী দিনের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় তারাকান্দা উপজেলা দল ৩-২ গোলে হালুয়াঘাট উপজেলা দলকে হারিয়েছে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় ঈশ্বরগজ্ঞ উপজেলা দল-২-১ গোলে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা দলকে পরাজিত করেছে।