ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের ৫৮তম বর্ণাঢ্য র্যালী
রাঙ্গুনিয়া প্রতিনিধি:ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ আয়োজিত ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়ার রাহাতীয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় ৫৮তম বর্ণাঢ্য র্যালি (জশনে জুলুছ) অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া রাহাতীয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীল পীরে ত্বরীকত সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দী (ম.জি.আ.)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দরবারের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে বের করা হয়। পরে রাঙ্গুনিয়া কলেজ গেট থেকে কাপ্তাই সড়কের প্রায় ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পোমরা ইউনিয়নের জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, বিভিন্ন ইসলাম ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগান দিয়ে অংশ নেন বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ।