ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 27, 2023 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: আলমগীর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগ, বিএনপি, বাংলাদেশ কমিউনিটির অব পর্তোর নেতৃবৃন্দসহ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগাল সরকার কতৃক নিবন্ধিত একটি সংগঠন। সংগঠনটি ২০২২ সালে পর্তুগালের বন্দরনগরী পর্তোতে এসপাসো সম্মাননা অর্জন করে।