ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৯ অপরাহ্ন

ময়মনসিংহে শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 28, 2023 - 8:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 114 বার

রায়হান আহমেদ, ময়মনসিংহ : গত ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসন ময়মনসিংহ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণ (বিধিমালা), ২০০৬ অনুযায়ী ৫ টি গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫০০/- টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তার রিমা এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পাল। এসময় জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।