ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশাশুনিতে ঐতিহ্যবাহী মুখোশ খেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 5:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 171 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনিতে ঐতিহ্যবাহী মুখোশ খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুজিব বর্ষ উদযাপন পরিষদের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মুখোশ খেলা অনুষ্ঠিত হয়।

আশাশুনি মুজিববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির,সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, সাবেক ছাত্রনেতা এস এম হোসেনুজ্জামান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন।

মুখোশ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, শামীম আনোয়ার উজ্জ্বল, আক্তারুল ইসলাম,রজব আলী, সাংবাদিক এম এম সাহেব আলী সাংবাদিক আহসান উল্লাহ বাবলু, আনিসুর রহমান বাবলা, শাওন প্রমুখ।