ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার কমিটির অনুমোদন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 11, 2023 - 1:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 130 বার

মল্লিক জামাল:-বরগুনার আমতলীতে বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার পুনঃ গঠিত কমিটিতে আবুল কালাম আজাদ (দৈনিক সোনালী খবর) কে সভাপতি ও টি,এম, রেদওয়ান বায়েজিদ (দৈনিক ভোরের সময়) কে সাধারণ সম্পাদক করে পনের সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১০ই অক্টোবর বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি,সহ-সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত ১৫ (পনেরো) সদস্যের আমতলী উপজেলা নির্বাহী কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-বিপ্লব চন্দ্র দাস (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান সায়মন (Channel A), যুগ্ন- সম্পাদক- মোঃ আল আমিন বাবু ( US Bangla tv/Channel A), সাংগঠনিক সম্পাদক – মোঃ ফকর উদ্দিন তহসিন ( Producer,চ্যানেল এ) সহ-সাংগঠনিক সম্পাদক –

মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),অর্থ ও দপ্তর সম্পাদক- সুমাইয়া শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন), তথ্য ও প্রচার সম্পাদক -মোঃ রুহুল আমিন (দৈনিক দিন প্রতিদিন), নির্বাহী সদস্য – মোঃ পারভেজ রানা (দৈনিক অপরাধ অনুসন্ধান), নির্বাহী সদস্য- বিকাশ কৃষ্ণ পাল ( অপরাধ অনুসন্ধান টিভি), নির্বাহী সদস্য-ঝুলন কৃষ্ণ পাল (দৈনিক আলোকিত একাত্তর), নির্বাহী সদস্য – মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত?), নির্বাহী সদস্য – মানাফী ইসলাম নাজমুল (দৈনিক ভোরের বানী/দৈনিক দেশ সেবা) , নির্বাহী সদস্য – মোঃ আবু তাহের (সময় ২৪.কম)।