ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 11, 2023 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরে ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় পৌর শহরের শিবমন্দিরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আহবায়ক কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি মুলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশাল প্রসাদ কে আহব্বয়ক, চন্দন মহন্ত কে যুগ্ম আহ্বায়ক ও তমাল চন্দ্র রায় কে সদস্য স‌চিব করে বাংলা‌দেশ ছাত্র ঐক্য প‌রিষদ ফুলবাড়ী উপ‌জেলা শাখার আহ্বায়ক ক‌মিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা যুব ঐক্য পরিষদের আহব্বায়ক মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পূঁজা ঊদযাপন কমিটির অন্যতম নেতা সমাজ সেবক আনান্দ কুমার গুপ্ত।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ দিনাজপুর জেলা সভাপতি ও কেন্দ্রিয় সদস্য অমৃত রায়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পূঁজা উদযাপন কমিটির খয়েরবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অনিল চন্দ্র রায়।

এতে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়নের সহ সভাপতি সচিন্দ্রনাথ বর্মন, মহেন্দ্রনাথ বর্মন, ব্রাহ্মণ ঐক্য সাংসদের প্রচার সম্পাদক প্রবীর গাঙ্গুলী প্রমুখ। এসময় ফুলবাড়ী উপজেলা পুঁজা উদযাপন পরিষদ,যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।