একজন দক্ষ ও কর্মপ্রিয়’ সার্ভেয়ার সাইদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক,: বৃহত্তর ময়মনসিংহের অন্যতম ব্যাস্ত ও গুরুত্বপূর্ণ উপজেলা শিল্পাঞ্চল জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি বিজরিত ত্রিশাল। শিল্পাঞ্চল অধ্যশিত এই এলাকার ভূমি ব্যাবস্থ্পনাও অত্যন্তু ঝামেলাপূর্ণ। ভূমি অফিসে বা ভূমি ব্যবস্থাপনাতে অন্যতম গুরুত্বপূর্ণ পদ সার্ভেয়ার। যতদিন যাচ্ছে ততই ত্রিশালে বিভিন্ন শিল্প কারখানা বাড়ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে জমির জটিলতা। কাজের চাপ একটু বেশি থাকলেও এক হাতে সব সামলে নিচ্ছেন ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসের দক্ষ সার্ভেয়ার সাইদুল ইসলাম। অত্যন্ত পরিশ্রমি ও কর্মপ্রিয় এ সার্ভেয়ারের সুনাম সর্বজনবিদিত। এক কথায় বলা চলে একাই একশো সার্ভেয়ার সাইদুল।
সরেজমিনে ত্রিশাল সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভেয়ার সাইদুল ইসলামের কক্ষে গিয়ে দেখা যায় টেবিলের চারপাশে মানুষ ভিড় করে আছে। প্রতিবেদককে দেখে হাসিমুখ সার্ভেয়ার সাইদুল ইসলাম বলেন, ভাই সারে ৪ টা বাজে এখনও দুপুরে খেতে যেতে পারিনি। হাতের কাজটুকু শেষ করে খেতে যাবো।
কথা টেনে নিয়ে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন থেকে আগত এক কৃষক বলেন, সার্ভেয়ার সাহেব কাজের প্রতি খুব আন্তরিক। আমি খুব অল্প সময়ে উনার কাছ থেকে ভূমি সেবা পেয়েছি।
কর্মপ্রিয় দক্ষতা সম্পন্ন সার্ভেয়ার সাইদুল ইসলাম
পাবনা জেলার সাথিয়া উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউট রাজশাহী থেকে প্রকৌশল ডিপ্লোমা সার্ভিং ডিগ্রি অর্জন করে প্রথমে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সার্ভেয়ার হিসাবে চাকুরীতে যোগদান করেন। পরে ২০০৫ সালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ শাখায় যোগদান করে জেলা অফিস থেকে জামালপুর সদর,বক্সিগঞ্জ
,সরিষাবাড়ি উপজেলা ভূমি অফিসে ২০২১ সালের ৫অক্টোবর পর্যন্ত চাকরী করে ২০২১ সালের ৫ অক্টোবর ত্রিশালে যোগদান করেন। একজন দক্ষ ভূমি সার্ভেয়ার হিসাবে ভূমি জরিপ করা;
সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের একটি আনুমানিক হিসাব তৈরি করা;নির্মাণাধীন প্রজেক্টটি কীভাবে সম্পাদিত হবে, তার নকশা তৈরি করা;
প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাব ঠিক করা;প্রজেক্ট চলার বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাবের পর্যালোচনা করা;
স্থাপনা নির্মাণে নিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেয়াসহ একজন সার্ভেয়ারের যে ধরনের যোগ্যতা থাকতে হয় তার সব ব্যাপারেই তিনি দক্ষ।
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম জানান, ত্রিশাল উপজেলা ভূনি অফিস একটি গুরুত্বপুর্ণ সরকারী সেবা কার্যালয়। যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি মানুষকে হয়রানি মুক্ত সেবা পৌছে দিতে। চেষ্টা করছি দিন রাত কাজ করে মানুষকে স্বচ্ছ ভাবে সেবা দেওয়ার জন্য । এসিল্যান্ড স্যারের আন্তরিক দিক নির্দেশনায় আমি হাত খুলে কাজ করতে পারছি। অফিসের অন্য সহকর্মীরাও আন্তরিক থাকায় তারাও আমার কাজে সহায়তা করেন।