ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১৬ অপরাহ্ন

ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইনের স্বদেশ আগমনে বিশাল সংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 15, 2023 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 237 বার
শহিদুল ইসলাম, প্রতিনিধি:  সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা সাড়ে ১১টার ফ্লাইটে সিলেট এসে পৌঁছেলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক-কলামিস্ট মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম হোসাইন, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েস চৌধুরী এবং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসাইন, সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
বিমানবন্দরে সংবর্ধনা শেষে মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রার মাধ্যমে মনির হোসাইন দক্ষিণ সুরমার ঝাজর গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে যান। এ শোভাযাত্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পথিমধ্যে নাজিরবাজারে একটি কমিউনিটি সেন্টারে মনির হোসাইনের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এদিকে, ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন এবং তাঁর সহধর্মিনী সেলিনা মোমেনের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ হয় মনির হোসাইনের। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান।
একনজরে ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন রাজনৈতিক ও সামাজিক পরিচিতি উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সদস্য সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ, প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে,
সাবেক আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ, সাবেক ভিপি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট ও সিলেট ল’ কলেজ সিলেট। প্রতিষ্ঠাতা সভাপতি ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশী ইন ইউকে, উপদেষ্টা পরিষদের সদস্য সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলাদেশ, সাবেক সভাপতি বৃটিশ বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে, সাবেক ইক্যুয়াল অপরচুনিটি অফিসার ন্যাশনাল ইউনিয়ন অফ টিচার্স (ইএলটিএ), সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, প্রতিষ্ঠাতা সভাপতি জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট কমিটি।
বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেট-৩ সংসদীয় আসনে অবিরত কাজ করে যেতে চাই বলে জানান শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ভালোবাসা চেয়েছেন।