ধর্মপাশায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট গোলাম কিবরিয়ার জনসভা
ফারুক আহমেদ,ধর্মপাশা:“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা” সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন প্রচার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এডভোকেট মোঃ গোলাম কিবরিয়ার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা” সরকারের বিগত ১৫ বছরের দৃশ্যমান উন্নয়নের প্রচার করে আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের সকল নেতাকর্মীদের আহবান করে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা” সরকারের কোনো বিকল্প নাই। তাই আসুন সবাই একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি, তাঁর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগের সরকার গঠন করি। তাই পুনরায় “শেখ হাসিনা” সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে এবং “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও তিনি আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতিকের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সভায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শামীম আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন নেত্রকোণা জেলার বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জজ, ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান,
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা হায়দার জাহান খান পাঠান, ধর্মপাশা যুবলীগের সদস্য হাজ্বী নাদির আহমেদ, সাবেক সেনা সদস্য মোঃ আফজালুর রহমান পি.কে, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোজ্জাত হোসেন, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাদেকুল ইসলাম তালুকদার চাঁদ ও ধর্মপাশা বাজারের ব্যবসায়ীক নেতা মোঃ আলী নূর প্রমুখ। জনসভায় আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের প্রায় দুই হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।