জাতীয় দৈনিক কালবেলার নবযাত্রার ১ বছর উদযাপন
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃজাতীয় দৈনিক কালবেলা পত্রিকা ইউটিউব ৮ লক্ষ ফলোয়ার দর্শকদের হৃদয় জুড়ে অবস্থান করছে। এগিয়ে রাখে কালবেলা’ স্লোগানে জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
অদ্য ১৬ অক্টোবর সোমবার রাত ৮ টার সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকাটির জেলা প্রতিনিধি ইসরাত জাহান লিটন।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সহসভাপতি, সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড সুলতান আহমেদ মৃধা।
এছাড়াও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক ও সাধারণ সম্পাদক কাজী দুলাল। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যরা ও দৈনিক কালবেলার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস এসময় উপস্থিত থেকে সকলেই কালবেলার সাফল্য কামনা করেন তারা।