তানোরে ৫হাজার ৬শত ৮০জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
তানোর উপজেলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তানোর সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সভাপতিত্বে ও তানোর উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ আহমেদ সসঞ্চালনায় তানোর উপজেলা পরিষদের শহীদ মিনারে বুধবার দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী-১তানোর গোদাগাড়ীর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ জানান, উপজেলার ২টি পৌরসভা ৭ ইউনিয়নে ৫ হাজার ৬শত ৮০নজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।
এতে ৫ হাজার কৃষক এক বিঘা জমির জন্য ১কেজি সরিষা বীজ ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার,
৪০০জন কৃষক ২০কেজি করে গম ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার,১০জন কৃষককে ১কেজি সূর্যমুখী বীজ ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার,৮০ জন কৃষককে ৫কেজি মসুরবীজ ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার, ২০জন কৃষককে ৮কেজি করে খেসারী বীজ ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি (পটাশ) সার, ২০জন কৃষককে ১কেজি করে পিয়াজ বীজ ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার,১৫০ জন কৃষককে ২কেজি ভূট্রা বীজ ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি( পটাশ)বিতরন করা হয়।