শারদীয় দূর্গোৎসবে বিশ্বনাথে শফিক চৌধুরীর বস্ত্র বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র (শাড়ী) বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে পৌর শহরস্থ শ্রীশ্রী শনি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা ও পৌর এলাকায় অনুষ্ঠিত ২৫ পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে তিনি উপহারের শাড়ি উপহার তুলে দেন।
বস্ত্র বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই দূর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় আচার হলেও এতে সর্বস্তরের মানুষের মিলনমেলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির অগ্রদূত। তাই শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে সকল ধর্মের মানুষের ভাগ্নের উন্নয়ন হয়েছে। আর এতে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্ম পালন করতে পারছেন।
তবে আমাদের দেশে হাজার বছরের গড়ে ওঠা সা¤প্রদায়িক স¤প্রীতি কোনো অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও যাতে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হয় সে জন্য প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও পূজা কমিটির দায়িত্বশীলসহ সচেতন নাগরিকদেরও স্বজাগ দৃষ্টি রাখার আহŸান জানান তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জোরদাবী জানান।
অনুষ্ঠানে এসময় বীর মুক্তিযোদ্ধা রনজিৎ ধর রন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শংকর চন্দ্র ধর, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি মলয় সোম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য ও পৌরসভায় নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, আওয়ামী লীগ নেতা আব্দুন নূর,
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, জাবেদ মিয়া, রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।