ঢাকা | জানুয়ারী ৬, ২০২৫ - ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ীতে পূজা উপলক্ষে কামরুল ইসলাম দিকনির্দেশনা ও নিরাপত্তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 20, 2023 - 2:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ী থানার পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও নির্দেশনা দেন ওসি কামরুল ইসলাম ।

গোদাগাড়ী উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা ও নির্দেশনা দিয়েছেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় ওসি কামরুল ইসলাম বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির গোদাগাড়ী উপজেলাবাসী সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন।

তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানিয়ে ওসি কমরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার সকল মন্দির কমিটির উদ্দেশ্য আরো বলেন,গোদাগাড়ী উপজেলা ধীন প্রতিটি পূজা মন্দির/মন্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। পূজা মন্দির/মন্ডপে সেচ্ছাসেবক পলাক্রমে নিরাপত্তায় নিয়োজিত থাকতে হবে। পূজা মন্দির/মন্ডপে সার্বিক নিরাপত্তা বিবেচনায় সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে।

এছাড়াও সাম্প্রদায়িক দাঙ্গা ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন ওসি কামরুল ইসলাম।