তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্রিফিং
মল্লিক জামাল:- বরগুনার তালতলীতে শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষে তালতলী থানার বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষার ব্রিফিং করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) তালতলী থানা চত্বরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার ব্রিফিং অনুষ্ঠানে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদার মোল্লা। তারা বলেন, দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে এই উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে।
তালতলী উপজেলায় এ বছর ১৩ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন,শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সকলকে শারদীয় শুভেচ্ছা।