তানোরে বিএনপির দুই নেতার আ.লীগে যোগদান
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে এমপি ফারুক চৌধুরীর হাত ধরে বিএনপির প্রভাবশালী দুই নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএমডিএর গভীর নলকূপ অপারেটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির ওই দুই নেতা দলবদল করে আওয়ামী লীগে যোগদান করেছেন।
তাদের একজন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান। অপরজন মুণ্ডুমালা পৌর বিএনপির সহ-সভাপতি আফসারুজ্জামান প্রামাণিক।ওই অনুষ্ঠানে মোজাম্মেল হক তার ইউপি এলাকার উন্নয়নে এমপির পাশে থেকে কাজ করার অঙ্গীকারে দলবদল করেন; কিন্তু আফসারুজ্জামান এমপি ফারুক চৌধুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে দলবদল করেছেন বলে অনুষ্ঠানের মঞ্চে উঠে কুশল বিনিময় করেন।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও তানোর বিএমডিএর যৌথ আয়োজনে পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি উৎপাদনের বিদ্যমান গতিশীলতা অক্ষুণ্ণ রাখা ও পানি সংকট উত্তরণের লক্ষ্যে বিএমডিএর গভীর নলকূপ অপারেটরদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।