ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে শিক্ষক স্বল্পতা পুরন বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 20, 2023 - 3:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শিক্ষকদের অবদান, অধিকার এবং কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পুরন বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে তানোর মহিলা কলেজ চত্বরে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলার সকল হাইস্কুল, কলেজ, মাদ্রাসার আয়োজনে ও তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।