৩৯ নং ওয়ার্ডের ৭ টি পূজা মন্ডপে অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ
মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে ৭ টি পূজা মন্ডপের জন্য বিশেষ উপহার, আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইপিজেড থানার শ্রী শ্রীকৃষ্ণ মন্দির প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের সভাপতি চন্দ্রশীষ ভট্টাচার্য আশিষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুদান বিতরণ করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর,সিডিএ বোর্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ জিয়াউল হক সুমন ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইপিজেড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,পতেংগা থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক,সহ সভাপতি, উপদেষ্টা মন্ডলীগণ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়,৩৯ ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন চট্রগ্রাম -১১ নির্বাচনীয় আসন এলাকায়ও বিভিন্ন পূজা মন্ডপ, মন্দির -মঠ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান, বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন।