ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযাগে দুই মামলার প্রধান আসামী রিজভী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 2, 2023 - 10:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আগামী করে মামলা করেছে পুলিশ। একইদিন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অগ্নিসংযোগ, যানবাহন ভাংচুর, ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে করা মামলাতেও প্রধান আসামী রিজভী। এছাড়া বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় জেলার শীর্ষ নেতাদের আসামী করে আরও দুটি মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামীর সংখ্যা হাজারের অধিক। বুধবার দুপুর পর্যন্ত এসব মামলায় দায়ের পর আটকৃত ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠায়।

পুলিশ জানায়, মামলায় আসামীদের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাঁধাসহ পুলিশকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনের এসব মামলা দায়ের করা হয়। এছাড়া মামলাতে জেলা বিএনপির সভাপতি গিয়াস, উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন মহানগরের সভাপতি সাখাওয়াত হোসেন খানসহ জেলার শীর্ষ নেতাকর্মীদের আসামী করা হয়।