ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 5, 2023 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেছেন, সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

রোববার দুপুরে উপজেলা চত্তরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার, প্রধান অথিতি হিসেবে তিনি এ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোছাঃ রুম্মান আক্তারের সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর অলমের সঞ্চলনায় এতে ব্ক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।