ধর্মপাশায় আল কাদরী পীর সাহেব এর জানাজা সম্পন্ন
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় রেজভীয়া দরবার শরীফের প্রবীণ খলিফা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী (৬৯) রেজভী ছুন্নী আল কাদরী পীর সাহেব গত ৫ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ কপ্লেক্সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও রেজভীয়া দরবার শরীফের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দশধরী ‘মা’ মহল ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফ এর প্রতিষ্টাতা ছিলেন। তিনি মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরী সাহেবের ষষ্ঠ তম পুত্র ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ ৬ নভেম্বর সোমবার বিকাল আড়াইটার দিকে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পড়ান নেত্রকোণা জেলার সতরশীর রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর শাহ সুফি হযরত মাওলানা বদরুল আমিন রেজভী ছুন্নী আল কাদরী পীর ছাহেব। জানাজার নামাজ শেষে দশধরী ‘মা’ মহল ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফ প্রাঙ্গণে ওনার দাফন সম্পন্ন হয়।
বিদায়কালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য মুরিদ, ভক্ত, গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজের সময় শাহ মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুল ইসলাম রেজভী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মোহনগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরীর বড় ভাই অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী ও এক মাত্র পুত্র পীরজাদা মাওলানা মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী রেজভী সুন্নী আল কাদরী পীর ছাহেব।
আরো উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এবং মরহুমের ভাই দ্বয় ও জামাতা দ্বয় সহ প্রায় তিন হাজারেরও অধিক মুসুল্লি উপস্থিত ছিলেন।