ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ১৫৯৫জন কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজও সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 6, 2023 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে কেরানীগঞ্জে ১৫৯৫ জন কৃষকের মধ্যে ২০ কেজি সার ১ কেজি করে ভুট্টা গম সরিষা প্রদান করা হয়েছে । আজ সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে বিনামূল্যে কৃষকের মাঝে সার্ভিস বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সালবিন করিমের সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার মহুয়া শারমিন মুনমুন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত হোসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার অতিরিক্তিক কৃষি কর্মকর্তা লতিফা ইয়াসমিন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আজমিরী সুলতানা প্রমুখ ।

অনুস্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কৃষকদের মাঝে সার ও বীজ ভুট্টা গম প্রদান করেন এতে কেরানীগঞ্জের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা অনেক উপকৃত হয়েছে । কৃষকরা প্রতিশ্রুতি দিয়েছেন কেরানীগঞ্জে ১ ইঞ্চি মাটি ও অনাবাদি থাকবে না বিনামূল্যে সার ও বীজ পেয়ে ।