রাঙ্গুনিয়ায় গবাদী পশু পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী গবাদী পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও এসএমএস যুব সমিতির সহযোগিতায় দক্ষিণ রাজানগরের সোনারগাঁও দাখিল মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন এসএমএস যুব সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ। ৭ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন ।