সরকারের উন্নয়নের সুফল সবাই ভোগ করছে —খাদ্যমন্ত্রী
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে সবাই। তার উন্নয়নের সুফল শুধু আওয়ামী লীগ একাই ভোগ করছেনা। সারা দেশে উন্নয়নের জোয়া বয়ে গেছে, অথচ বিএনপি-জামায়াত তা চোখে দেখেনা।
তিনি বলেন, র্দীঘ ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের ক্ষমতা আমলে যে পরিমান রাস্তা-ঘাট, স্কুল-কলেজ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রীজ,কালভার্টসহ বড় বড় মেগা প্রকল্প একের পর এক বাস্তবায়ন করেই চলেছেন শেখ হাসিনার সরকার।
তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটের কোন বিকল্প নেই। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরীব মানুষ কমিউনিটি ক্লিনিকে সরকারের ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে পা”েছ।
বিএনপি-জামায়াতের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নাই, তাদেরকে রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বিএনপি-জামায়াত এর রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে উল্লেখ করেছে।
হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরীর স ালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বে”ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।