ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাজীপুরে জাতীয় যুব দিবস পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 11, 2023 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার
মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : 
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় যুব দিবস-২০২৩ পালন করা হয়েছে।
যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও সনদপত্র বিতরণ করা হয়।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর পিটিআই সংলগ্ন শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহ্সান রাসেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আহমার উজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আব্দুল হাদী শামীম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ছাত্রলীগ নেতা মশিউর রহমান সরকার বাবু, ছাত্রলীগ নেতা মোস্তাক আহম্মেদ কাজল, প্রশিক্ষণার্থী এসএস মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ খান।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুফতি মাওলানা এহসানুল হক, গীতা পাঠ করেন শ্রী সুদীপ্ত চক্রবর্তী জয়।
এর আগে প্রধান অতিথি যুব মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।