ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মসজিদের ইমামদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 15, 2023 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা- ২ আসনের অন্তর্ভুক্ত সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আজ সকালে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বে থাকা সুপারভাইজার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কালিন্দী ইউনিয়ন ইমামদের পক্ষে মাওলানা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী, শাক্তা ইউনিয়ন ইমামদের পক্ষে মাওলানা ফয়েজুল্লাহ, তারানগর ইউনিয়ন ইমামদের পক্ষে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রোহিত পুর ইউনিয়ন ইমামদের পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম ও ভাকুর্তা ইউনিয়ন ইমামদের পক্ষে মাওলানা আতাউল্লাহ খান প্রমূখ। এমত বিনিময় সভায় মসজিদের ইমামগন তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান তাদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলে সমাধানের আশ্বাস দেন।