মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সরকারি কলেজের গেটের তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতা কর্মীরা।পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার সকাল ছয়টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের দুইটি গেটে ছাত্রদল লেখা তালা ও ব্যানার টানিয়ে চলে যায়।
ঘটনা সুত্রে জানা গেছে,পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন ৪/৫ জন নেতাকর্মী নিয়ে অদ্য ১৫ নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার ও তালা ঝুলিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা।
এছাড়াও গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের পঞ্চম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কাক ডাকা ভোরে কলেজের গেটে তালা ঝুলিয়ে দিলেও জেলার অন্য কোথাও বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি ।
এ ব্যপারে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন দৈনিক বরিশাল সমাচারকে বলেন, এখন কোন গেটে তালা ঝুলছেনা। কলেজের ক্লাসসহ সব কিছু স্বাভাবিক ভাবে চলছে বলে জানান তিনি।