তালতলীতে মহিলা মাদক বহনকারী আটক
মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-তালতলীর নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিসে পাড়া গ্রাম থেকে সাবিনা আক্তার নামে এক মাদক কারবারীকে আটক করেছে তালতলী থানা পুলিশ।
জানা গেছে আজ ২৫ নভেম্বর রাত ১ টা ২০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে নামিসে পাড়া গ্রাম থেকে ইব্রাহিম পহলান এর স্ত্রী সাবিনা আক্তার কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সাবিনা আক্তারকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।