ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 30, 2023 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়নে অস্ত্রসহ মো. সুমন উদ্দিন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মগবাঁধের ব্রীজ এলাকা থেকে তাকে ধরা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ১টি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-২২৬১) জব্দ করা হয়। গ্রেফতার সুমন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ইছাখালী মোহাম্মদপুর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করি। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে বলে তিনি জানান।