ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বড়লেখায় মিছবাহ’র নব-নির্মিত মসজিদের শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 1:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃযুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র একক পৃষ্টপোষকতায় ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় নব-নির্মিত বায়তুল আক্বসা জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী)। এসময় আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বড় পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি ডাক্তার আসিফ মুক্তাদির লিমন।

এ উপলক্ষে (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ২ টায় মৌলভীবাজারের বড়লেখায় তালিমপুর ইউনিয়নের হাকালুকি পশ্চিম গগড়া মহল্লাবাসীর আয়োজনে বায়তুল আক্বসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাকালুকি দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল, দক্ষিণবাজার রেলওয়ে জামে মসজিদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, ব্যবসায়ী মোস্তফা জামান আব্বাস, শামীম আহমদ, খসরুজ্জামান খসরু, মুরাদ আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নিসচার সহ-সভাপতি আব্দুল আজিজ, পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, মাওলানা মাসুম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুল আক্বসা জামে মসজিদের খতিব ওসমান গনী, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, এমরান আহমদ, সাদিকুর রহমান, ছায়দুল আহমদ ও পারভেজ আহমদসহ বায়তুল আক্বসা জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

পরে হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান (সাহেব জাদায়ে বর্ণভী) এর বিশেষ মোনাজাতের মাধ্যমে বায়তুল আক্বসা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রায় দেড় বছর পুর্বে আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ হাকালুকি হাওর

পাড়ে বন্যা দুর্গত পশ্চিম গগড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে তৎকালীন জরাজীর্ণ মসজিদটি চোখে পড়ে। মসজিদের মুসল্লীদের নামাজ আদায় করার কষ্ট নিবারণ করতে তিনি ঐ এলাকায় মসজিদ নির্মাণের ঘোষণা দেন। এলাকাবাসীসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় বায়তুল আক্বসা নামের দৃষ্টিনন্দন জামে মসজিদটি নির্মাণ হয়। মসজিদ নির্মাণ করে দেওয়ায় সেখানকার জনসাধারণসহ সকলেই তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।