ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আবারও বিশ্বে মানুষের কাছে বাসযোগ্য শ্রেষ্ঠ শহর নির্বাচিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 1:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক পরিসংখ্যান, গবেষণা ও পরামর্শদাতা সংস্থা “মার্সার” ২০২৩ সালে বিশ্বের দুই শতাধিকের ওপরে শহরের মধ্যে ৩৯টি মানদণ্ডের ভিত্তিতে ভিয়েনাকে আবারও মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর নির্বাচিত করেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তার সমৃদ্ধ ইতিহাস, চিত্তাকর্ষক স্থাপত্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্যের জন্য পরিচিত। করোনা মহামারী বাদ দিয়ে মার্সার বিভিন্ন মেট্রোপলিটন শহরের জীবনমানের উপর বার্ষিক জরিপ পরিচালনা করেছে। ভিয়েনা এ নিয়ে একাদশ বারের মতো প্রথম স্থান অধিকার করেছে।
মার্সারের পরিসংখ্যানে ভিয়েনার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ,

স্বাস্থ্যসেবা ব্যবস্থা, শিক্ষা, অবসর এবং আবাসনের ক্ষেত্র বিশ্বের অন্যান্য শহরের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।ভিয়েনার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। আর তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। সুদানের রাজধানী খার্তুম শহর ২৪১ নাম্বার নিয়ে র‌্যাঙ্কিংয়ে সবার শেষে রয়েছে। আর বাংলাদেশের রাজধানী ঢাকা এই বছর ২১৬ তম স্থানে রয়েছে।