ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কলাপাড়ার লক্ষি বাজারে নৌকা মার্কার উঠান বৈঠকে জনতার ঢল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 23, 2023 - 2:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে। শনিবার (২৩ ডিসেম্বর) শেষ বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীবাজারে এ বৈঠক উঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সিপিপি ডেপুটি টিম লিডার মো : শফিকুল আলম এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া, মহিপুর ও রাঙাবালী) আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো: মনজুরুল আলম, লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাব’র সভাপতি মো: নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবু সাইদ ফকির, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি ও কাউন্সিলর মো: মজিবর হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা কলাপাড়া উপজেলা সহ দেশ ব্যাপী আওয়ামীলীগের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং কলাপাড়াকে সন্ত্রাস, চাদাবাজ ও শালিশ বানিজ্যমুক্ত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামীলী সহ সভাপতি অধ্যাপক মো: আ: জব্বার বিশ্বাস।