ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময় সভায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 23, 2023 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহীর তানোর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তা,প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা পুলিশ সুপার মো:সাইফুর রহমান মহোদয়, পিপিএম(বার),উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাহ হোসেন মহোদয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি অবাধ,সুষ্ঠু এবং অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আবিদা সিফাত।

আরো উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান মিঞা।এতে আরও উপস্থিত ছিলেন,নির্বাচন আচরণ বিধি প্রতিপালন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জানান,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী১ (তানোর- গোদাগাড়ী)আসনে তানোর উপজেলায় ৪৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ৪৯ জন প্রিজাইডিং কর্মকর্তা,৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।উল্লেখ্য,রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৭১ জন।এতে তানোর উপজেলায় ভোটার ২ লাখ ৪ হাজার ৬৭৩ জন ও গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ৫ হাজার ৪১৮ জন ভোটার।