বিশ্বনাথে বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার আর নেই তাহসিনা রুশদীর শোক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সালিশ ব্যক্তিত্ব, দশঘর ইউপির সাবেক মেম্বার আবুল হোসেন (৬০) আর নেই। তিনি আজ রবিবার (১৪ জানুয়ারী) সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-৫ ছেলে, ৪ মেয়েসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুত্বে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ বারের মতো তাকে একনজর দেখতে লোকজন তার বাড়িতে ভিড় করেন।
এদিকে, মরহুমের জানাযার নামাজ বেলা আড়াইটায় দশঘর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।
অপরদিকে, বিশ্বনাথে বিএনপি নেতা মেম্বার আবুল হোসেনের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর।
তিনি (আজ রবিবার) সকালে এক শোক বার্তায় বলেছেন, আবুল হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শুণ্যতা সহজে পুরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।