নিউইয়র্কে ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি : আমেরিকার অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গত ১২ জানুয়ারি ২০২৪,শুক্রবার ,সন্ধ্যায় নিউইয়রক সিটির ব্রংকসের বাংলাবাজারের নিরব রেস্টুরেনটের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,কলামিষট ও সাংবাদিক এবিএম সালেহউদ্দিন, সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক,
এনওয়াইকাগজডটকম সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, স্টক বিজনেস পারসন ও কমিউনিটি নেতা এম রহমান টিটু, বিহংগ প্রিনটিং এর পরিচালক মামুন রশীদ । খবর বাপসনিঊজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন,সংগঠনের সুচনা লগ্ন থেকে চলমান কর্মসুচির উপর সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমার জানামতে এটি আমেরিকার প্রথম অনলাইন প্রেসক্লাব ।আমরা ২০০২ সালে এনওয়াইবাংলাডটকম প্রকাশ করার পর বর্তমান সময় পর্যন্ত আমেরিকার অনলাইন গণমাধ্যম এখন অনেক উন্নত । সেখান থেকে ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাব একটি মাইলফলক । আমি সকল সদস্যদের সুস্বাসথ্য ,দীর্ঘায়ু ও শুভ কামনা করি ।
বিশেষ অতিথি কবি ও সাংবাদিক এবিএম সালাউদ্দিন বলেন, যা সত্য ও যা প্রচার করলে সমাজের, দেশের জন্য ভালো তা প্রচার করাই হোক সাংবাদিকদের কাজ । তিনি সংগঠনের অগ্রযাত্রা কামনা করেন ।
বিশেষ অতিথি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, প্রতিকুল পরিস্থিতিতে একতা, সততা ও সমাজসেবার ইচ্ছা নিয়ে যেভাবে এ সংগঠন চলছে সত্যিই প্রশংসার দাবীদার ।
শুরুতে আয়োজন কমিটির আহবায়ক প্রথম আলো নর্থ আমেরিকার রিপোরটার ও প্রেসক্লাব্র সিনিয়র সহ সভাপতি শেখ শফিকুর রহমান অনুষঠান সুচনা করেন । কোরআন থেকে তেলাওয়াতের আহ্বান জানান সংগঠনের কোষাধক্ষ ও ইউএসবাংলাদেশ২৪ডটকমের তৌহিদ সজীবকে । পরিচয় করিয়ে উপস্থিত অতিথিদের মন্ত্রেআমন্ত্রণ জানিয়ে নব নিরবাচিত
সভাপতি,বাংলানিউজইউএসডটকম, সাপ্তাহিক সুসময় ও মাসিক মদিনা ইউএসএ সম্পাদক মাহফুজুর রহমান আদনানকে সভা পরিচালনার দায়িততোভার দেন । সভাপতি উপসথিত অতিথিদের কৃতজ্ঞতা জানান । স্বাগত বক্তব্য দেন বাংলানিউজইউএসডটকম ডেপুটি এডিটর ও ক্লাব সহ সভাপতি কবি মাছুম আহমদ । মাছুম আহমদ তার বকতব্যে বলেন, ২০১৬-২০১৭ সাল থেকে কমিটি ছাড়া ২০২০ অবধি আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি সংগঠনের ।
পরে ২০২০ থেকে এ নিয়ে পরপর ৩য় মেয়াদে ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন হল । এর মধ্যে আমরা করোনা সময়ে বেশ কয়েকবার হ্যানড স্যানিটাইজার, মাসক বিতরণসহ, সভা সেমিনার, পিকনিক এর আয়োজন করি । তিনি তার বকতব্যে কমিটির সবার পরিচয় ব্যক্ত করেন । এক পর্যায়ে দৃকনিউজ২৪ডটকম সম্পাদক ও সংগঠনের সাধারন সম্পাদক আবু সাদেক রনি, কোষাধক্ষ তৌহিদ সজীব, সহ সভাপতি মাছুম আহমদ ও শেখ শফিকুর রহমান অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে আবু সাদেক রনির নেতৃত্বে অতিথিবৃনদ কেক কাটেন ।
উক্ত অনুষ্ঠানে নিউইয়র্কের সকল প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্বগন শুভ কামনায় বক্তব্য রাখেন ।তারা হলেন, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজজামান, অধ্যাপক সানা উল্লাহ, সাবেক অধ্যক্ষ- গাজীপুর কাপাসিয়া ডিগ্রী কলেজ, জামাল উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলা
ফুল মিয়া (রাজনীতিক), কুমিল্লা সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান প্রমুখ । সবশেষে আয়োজন কমিটির আহবায়ক শেখ শফিকুর রহমান, যুগম আহবায়ক কবি মাছুম ও সাধারন সম্পাদক আবু সাদেক রনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিনারে আমন্ত্রণ জানান ও সভার সমাপতি ঘোষণা করেন ।