ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দোয়া প্রার্থী ডাক্তার ইব্রাহীম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 17, 2024 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: চলতি জানুয়ারী মাসের শেষের দিকে উপজেলা পরিষদের তফসিল ঘোষণার কথা রয়েছে। যেসকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করবে ইতোমধ্যে তারা মাঠ গোছানোর কাজে নেমে পরেছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ষোঘণা করেছেন আলহাজ্ব ডাক্তার ইব্রাহীম খলিল। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে কলাপাড়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

জানা যায়, আলহাজ্ব ডাক্তার মো. ইব্রাহীম খলিল বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সভাপতি, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলাপাড়া পৌর শাখা’র সভাপতি, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখা’র সাধারন সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগ কলাপাড়া পৌর শাখা’র সাধারন সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক নবজীবন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি ও কলাপাড়া সাংবাদিক ক্লাব’র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলহাজ্ব ডাক্তার মো. ইব্রাহীম খলিল বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।