ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 20, 2024 - 4:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বরগুনার তালতলী উপজেলার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৪)

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তুলাতুলি মুজিব কিল্লায় অনুষ্ঠিত জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম খান সহ পুলিশের চৌকস টিম। প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও জানাযার নামাজ শেষে বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ যুদ্ধ পরবর্তী কালিন সময় অগ্রণী ব্যাংকের কেয়ারটেকার হিসেবে চাকরি থেকে অবসর নেন। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।